“পালানোর সময় ছিনতাইকারীরা সজিবকে ধরে ফেলে এবং কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
Published : 21 Mar 2025, 12:34 AM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুরে ছিনতাইয়ের সময় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করার তথ্য দিয়েছে পুলিশ।
হাটুরিয়া চালা এলাকায় বৃহস্পতিবার রাতের এ ঘটনায় এলাকাবাসী দুই ছিনতাইকারীকে মারধরের পর পুলিশে দিয়েছে।
নিহত সজিব হোসেন কালিয়াকৈরের বোয়ালি ইউনিয়নের গাবচালা এলাকার মুক্তার আলীর ছেলে। তিনি এলাকায় মাটি সরবরাহের ব্যবসা করতেন।
ওসি বলেন, রয়েল মিয়া নামে একজনের সঙ্গে বৃহস্পতিবার রাত ৮টার দিকে মোটরসাইকেলে হাটুরিয়া চালা বাজারে যাচ্ছিলেন সজিব।
বড়ইবাড়ী-হাটুরিয়া চালা সড়ক ধরে যাচ্ছিলেন তারা। হাটুরিয়া চালা বাজারের আগেই বনের ভেতর তারা ছিনকাইকারীদের কবলে পড়েন তারা।
মোটরসাইকেল ফেলে পালানোর সময় ছিনতাইকারীরা সজিবকে ধরে ফেলে এবং কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই সজিব নিহত হন।
ওসি বলেন, আরেক ব্যবসায়ী রয়েল আহত হয়েছেন। তিনি খানিকটা দৌঁড়ে গিয়ে ‘ডাকাত পড়েছে’ বলে চিৎকার করতে থাকেন।
“পরে এলাকাবাসী এসে দুজনকে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দেন। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।”