তাদের মধ্যে রুমার সঙ্গে জসিমউদ্দিনের ‘প্রেমের সম্পর্ক’ ছিল বলে দাবি করেছে পুলিশ। রোকসানা রুমার বান্ধবী।
Published : 15 Nov 2024, 08:49 PM
ব্যবসায়ী জসিমউদ্দিন মাসুমকে খুনের পর ৭ টুকরো করে লাশ পূর্বাচলের লেকে ফেলা দেওয়ার মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুই নারী।
শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হায়দার আলীর আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয় বলে আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেওড়পাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার হন রুমা আক্তার ও রোকসানা আক্তার রুকু নামে ওই দুই নারী।
তাদের মধ্যে রুমার সঙ্গে জসিমউদ্দিনের ‘প্রেমের সম্পর্ক’ ছিল বলে দাবি করেছে পুলিশ। রোকসানা রুমার বান্ধবী।
রুমা ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার এবং রোকসানা ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার বাসিন্দা। তারা দুজনই শেওড়াপাড়ার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
৫৯ বছর বয়সী জসিমউদ্দিন মাসুমের পৈত্রিক বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায়। সেরা করদাতার পুরস্কার পাওয়া এ ব্যবসায়ী পরিবারের সঙ্গে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন। তার পরিবারে স্ত্রী, দুই ছেলে এবং এক কন্যা সন্তান রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, জসিমউদ্দিন ১০ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি। পরে ১১ নভেম্বর তার নিখোঁজের বিষয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
বুধবার দুপুরে কুড়িল-কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের একটি লেক থেকে তিনটি পলিথিন ব্যাগে মোড়ানো সাত খণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রাতে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে মরদেহটি জসিমউদ্দিনের বলে শনাক্ত করে তার পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার দাবি করেন, ২৪ ঘণ্টার মধ্যেই তারা চাঞ্চল্যকর এই হত্যা মামলার রহস্য উদঘাটন করেছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ‘প্রেমিকা’ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও হেসকো ব্লেডও উদ্ধার করেছে পুলিশ।
“গ্রেপ্তার রুমার সঙ্গে নিহত ব্যবসায়ী জসিমউদ্দিনের পরকীয়ার সম্পর্ক ছিল। ওই নারীর ফ্ল্যাটে তার নিয়মিত যাতায়াত ছিল। তাকে বিয়ে করবেন বলেও আশ্বাস দিয়েছিলেন জসিম। কিন্তু বিয়ে নিয়ে বিলম্ব করায় ক্ষুব্ধ ছিলেন রুমা। এরমধ্যে অপর এক নারীর সঙ্গেও জসিমের সম্পর্ক আছে জানতে পেয়ে ক্ষোভের বশবর্তী হয়ে তাকে খুন করার পরিকল্পনা করেন রুমা।”