একদিন আগে চট্টগ্রাম থেকে হত্যা চেষ্টার মামলায় বদিকে গ্রেপ্তার করে র্যাব।
Published : 21 Aug 2024, 06:42 PM
কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হত্যা চেষ্টার মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
গ্রেপ্তারের একদিন পর বুধবার বেলা সাড়ে ৩টার দিকে কক্সবাজারের বিচারিক হাকিম আদালতে তাকে হাজির করা হলে বিচারক হামিমুন তানজিন কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আইনজীবী মোহাম্মদ শাহীন জানান।
তবে বদির বিরুদ্ধে টেকনাফ থানার করা হত্যা চেষ্টা মামলার রিমান্ড আবেদনটি সময়মতো আদালতকে না পৌঁছায় শুনানি হয়নি বলে জানান তিনি।
আইনজীবী মোহাম্মদ শাহীন বলেন, সোমবার হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রাম থেকে বদিকে গ্রেপ্তার করে র্যাব। হত্যা চেষ্টা মামলায় দুপুরে সার্স ওয়ারেন্ট মূলে তাকে আদালতে উপস্থাপন করা হয়।
তবে তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনটি সময়মতো আদালতে না পৌঁছায় বদিকে কারাগারে পাঠানো হয়েছে। আবেদন পাওয়ার পার শুনানি হবে বলে জানান বিচারক।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি জানান, ১৯ অগাস্ট কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, তার ভাই টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ এবং অপর ভাই আবদুর রহমান বাদী হয়ে আলাদা তিনটি মামলা করেন।
মামলায় বলা হয়েছে, ৫ অগাস্ট রাতে বিএনপি নেতার পরিবারের মালিকানাধীন টেকনাফের আলী উল্লাহ আলো শপিং কমপ্লেক্স, হোটেল নাফ কুইন, আব্দুল্লাহ ব্রাদার্স ফিলিং ও গ্যাস স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
তিনটি মামলার মধ্যে হত্যা চেষ্টার মামলায় আবদুর রহমান বদি, সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ, জাফরের ছেলে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহানসহ ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার প্রধান আসামি বদিকে আদালতে উপস্থাপন করা হচ্ছে জেনে তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছেন বলে জানান ওসি।