পরিদর্শক ইসমাইল আরও বলেন, রাজু কেন তার চাচার উপরে হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।
Published : 22 Mar 2024, 04:07 PM
ঝিনাইদহের মহেশপুরে এক ভ্যানচালককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে তার ভাতিজাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মহেশপুর উপজেলার পুরন্দরপুর তুষার সিরামিকের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মহেশপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন।
নিহত শাহ আলম (৪৫) উপজেলার ফতেপুর বেড়েরপাড়ার আব্দুল বারির ছেলে। আটক করা হয়েছে তার ভাতিজা রাজুকে (৩০)।
পরিদর্শক ইসমাইল জানান, শাহ আলম খালিশপুর থেকে ভ্যান নিয়ে ফতেপুরের দিকে যাচ্ছিলেন। পুরন্দরপুর তুষার সিরামিকের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ভাতিজা রাজু তার উপর হামলা চালায়।
রাজু লাঠি দিয়ে শাহ আলমের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা শাহআলমকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক ইসমাইল আরও বলেন, রাজু কেন তার চাচার উপরে হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন।