স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, মরদেহটি পাওয়ার জায়গাটি নির্জন। আশপাশে গজারি বন আর ধান ক্ষেত ছাড়া কিছুই নেই।
Published : 20 Aug 2023, 04:35 PM
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে গোসিঙ্গা ইউনিয়নের কাপাসিয়া-শ্রীপুর সড়কের পাশে নবরছুট এলাকার গভীর বন থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন।
ওই যুবকের পরনে লাল-খয়েরি চেক শার্ট ও জিন্সের প্যান্ট ছিল।
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান শাহিন জানান, যেখানে মরদেহটি পাওয়া গিয়েছে সেই জায়গাটি নির্জন। আশপাশে গজারি বন আর ধান ক্ষেত ছাড়া কিছুই নেই।
“রোববার সকালে স্থানীয় কৃষক ধান ক্ষেতে কাজ করতে গেলে মরদেহটি দেখতে পেয়ে আমাকে জানায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি আমি শ্রীপুর থানা পুলিশকে অবহিত করি।”
পুলিশ কর্মকর্তা আজমীর বলেন, “যুবকের মাথায় ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ”
নিহতের পরিচয় শনাক্তে ও হত্যার রহস্য উদ্ঘাটনে পিবিআই ও সিআইডিসহ পুলিশ কাজ করছে বলে জানান তিনি।