গাজীপুরে অধ্যক্ষের বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

পুলিশ জানায়, তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই শিক্ষার্থীদের সরিয়ে নেয় কলেজ কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2023, 10:07 AM
Updated : 6 Feb 2023, 10:07 AM

গাজীপুরের সালনায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

এ সময় প্রায় পৌনে এক ঘণ্টা ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সৃষ্ট যানজটে দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা ওই মহাসড়ক অবরোধ করে বলে জানান গাজীপুর সদর থানার ওসি জিয়াউল ইসলাম।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই শিক্ষার্থীদের সরিয়ে নিয়ে গেছে কলেজ কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের অভিযোগ, নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিন বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারী আচরণের সঙ্গে জড়িত।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিগত কমিটির কাছ থেকে নানা অনৈতিক সুযোগ-সুবিধা নিয়েছেন এবং অবৈধভাবে কলেজের বেতন দ্বিগুণ-তিন গুণ বাড়িয়েছেন। এছাড়া ৭০ হাজার টাকার পুরোনো কাগজ বিক্রি করে সে টাকা তছরূপ করেছেন।

নিষেধাজ্ঞা সত্ত্বেও গাইড বই (লেকচার গাইড) সিলেকশন করে তিন লাখ টাকা নিয়েছেন যা এখনও স্কুল ফান্ডে জমা হয় নাই।

এ ছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগও  রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে।

এ ব্যাপারে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন দেওয়া হয়েছে।

বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষার্থীদের।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ নাজমা নাসরিন।

তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। সম্প্রতি নির্বাচনের মাধ্যমে কলেজ কমিটি গঠন করা হয়েছে। তা বোর্ডে অনুমোদনের অপেক্ষায় আছে। এ অবস্থায় নির্বাচনে পরাজিত এক প্রার্থী ওই কমিটি নিয়ে ষড়যন্ত্র করছে। তারই ধারাবাহিকতায় তারা কলেজের শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে এবং তাদের মহাসড়কে নামিয়ে দিয়েছে। আমার কোনো অনিয়ম-দুর্নীতি থাকলে শিক্ষার্থীরা আমার কাছে আসুক।”