মঙ্গলবার গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সভায় শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।
Published : 28 Jan 2025, 08:09 PM
দেশ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেছেন, “১৫ বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মী মামলা-হামলা, হত্যা, গুম, নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন। তাদের আরাধ্য স্বপ্ন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি আমরা।”
মঙ্গলবার বিকালে গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সভায় শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।
বিএনপি নেতা বলেন, “বিএনপিকে জনগণের সত্যিকারের একটি দল হিসেবে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ নিয়ে গড়ে তোলার সময় এসেছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।
“দলের মধ্যে যারা সংগ্রামী, ত্যাগী ও ৫ অগাস্টের আগে যারা আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন তাদেরকে কমিটিতে স্থান দিতে হবে।”
জেলা বিএনপির আয়োজনে গাইবান্ধা জেলা শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মো. আব্দুল খালেক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম।