“আটকরা সাধারণ মানুষদের জিম্মি করে চাঁদাবাজি ও জমি দখল করে আসছিল।”
Published : 16 Sep 2024, 06:52 PM
ভোলা সদর উপজেলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ‘মিজান বাহিনীর’ প্রধান মিজানুর রহমান ও তার সহযোগী মিরাজসহ ৭ সন্ত্রাসীকে আটকে করা হয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেল কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার এইচ এম এম হারুন-উর-রশীদ জানান, রোববার রাত সাড়ে ১১টা থেকে সোমবার ভোর সাড়ে ৩টা পর্যন্ত চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন মিয়াজী বাড়ি ও পালোয়ান বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. মিজানুর রহমান (৪৫), মো. মিরাজ হোসেন, আবুল কালাম, রাসেল আহমেদ, মো. মামুন, শামসুদ্দিন রহমান ও সাইফুল মাহমুদ।
কোস্টগার্ড বলছে, তাদের মধ্যে মিজানুর রহমান ‘সন্ত্রাসী দলের প্রধান’। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং স্থানীয়দের কাছে তিনি ‘কল্লাকাটা মিজান’ নামে পরিচিত।
লেফট্যানেন্ট কমান্ডার হারুন বলেন, “আটকরা চরসামাইয়া ইউনিয়নের সাধারণ মানুষদের জিম্মি করে চাঁদাবাজি ও জমি দখল করে আসছিল। পরে ভুক্তভোগীরা কোস্টগার্ডের কাছে সাহায্য চাইলে তাদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
“এরই মধ্যে গোপন খবরে আলাউদ্দিন মিয়াজী বাড়ি ও পালোয়ান বাড়িতে অভিযান চালানো হয়। পরে সেখানে তল্লাশি করে মিজান বাহিনীর প্রধান মিজানুর রহমানসহ সাত সন্ত্রাসীকে আটক এবং ‘সন্ত্রাসী কাজে ব্যবহৃত’ ২৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করে কোস্টগার্ড।”
আটক সন্ত্রাসী ও উদ্ধার অস্ত্র ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা হারুন-উর-রশীদ।