পুলিশ দুইজনকে আটক করে ১৯৮টি স্মার্টফোন উদ্ধার করেছে।
Published : 25 Oct 2024, 01:09 AM
জয়পুরহাট শহরের প্রাণকেন্দ্র পাঁচুর মোড় এলাকায় জাহানারা প্লাজার শোরুম থেকে কোটি টাকার মোবাইল ফোন চুরির ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে চোরেরা শোরুম থেকে স্মার্টফোনগুলো চুরি করে পালানোর সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।
আটকরা হলেন- কুমিল্লার কোতোয়ালি থানার টমটম ব্রিজ এলাকার কবির হোসেন (৩৪) ও দেবিদার উপজেলার গাংগোনগর গ্রামের মোহাম্মদ রিপন (২৭)। পুলিশ তাদের কাছ থেকে তিনটি ডেমোসহ ১৯৮টি স্মার্টফোন উদ্ধার করে।
মাহবুব ট্রেডার্সের মালিক মাহবুব হোসেন বলেন, তার শোরুম থেকে চোরেরা বেছে বেছে দামি কোম্পানির স্মার্টফোনগুলো চুরি করে নিয়ে যায়। পরে পুলিশ দুইজনকে আটক করে ১৯৮টি স্মার্টফোন উদ্ধার করে।
বৃহস্পতিবার বিকালে তিনি জয়পুরহাট সদর থানায় মামলা করেছেন।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার নথির বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন বলেন, বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে চোরের দল প্রথমে জাহানার প্লাজা মার্কেটের প্রধান ফটকের তালা কাটে। পরে মাহবুব ট্রেডার্সের কয়েকটি তালা কেটে শোরুম থেকে কোটি টাকার মূল্যের স্মার্টফোন ও সিসি ক্যামেরা চুরি করে।
পরে স্থানীয়রা ব্যাগসহ একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী জেলার পাঁচবিবি থেকে আরো মোবাইলসহ অন্যজনকে আটক করা হয়।
আর বাকি মোবাইল ফোন ও সিসি ক্যামেরা এখনো উদ্ধার করা যায়নি। জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।