“দেবর-ভাবির পরকীয়া নিয়ে তাদের বাড়িতে এর আগেও বিভিন্ন সময়ে একাধিকবার বিচার-সালিশ হয়েছে।”
Published : 08 Nov 2024, 06:25 PM
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রায় ১১ বছর পর দেশে ফেরা এক কুয়েত প্রবাসীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছোট ভাইয়ের বিরুদ্ধে।
উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান।
নিহত ৪০ বছর বয়সী মো. হাসান মিয়া ওই গ্রামের দুলু মিয়ার বড় ছেলে।
এ ঘটনায় তার ছোট ভাই হারুন মিয়াকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, হাসান প্রায় ১১ বছর ধরে কুয়েতে থাকেন। কয়েক বছর আগে তার স্ত্রীর সঙ্গে ছোট ভাই হারুনের সম্পর্ক গড়ে ওঠে। হারুন তাদের পরকীয়ার খবর জানতে পেয়ে চারদিন আগে ছুটিতে দেশে আসেন।
এ নিয়ে তাদের নিজ বাড়িতে বাদ জুমা সালিশ বসার কথা ছিল। কিন্তু এর আগেই হারুন ধারালো চাপাতি দিয়ে বড় ভাই হাসানকে কুপিয়ে হত্যা করে। পরে পালিয়ে যাওয়ার সময় হারুনকে এলাকাবাসী আটক করে থানায় খবর দেয়।
বালুচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক হোসেন বলেন, “দেবর-ভাবির পরকীয়া নিয়ে তাদের বাড়িতে এর আগেও বিভিন্ন সময়ে একাধিকবার বিচার সালিশ হয়েছে। এর সমাধান করতে বাধ্য হয়ে বড় ভাই হাসান কুয়েত থেকে দেশে এসেছিলেন।”
ওসি খন্দকার হাফিজুর বলছেন, “নিহতের ছোট ভাইকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। মামলায় হলে নিহতের স্ত্রীকে গ্রেপ্তার করা হবে।”