ড্রেজিংয়ের কাজের জন্য আনা পাইপগুলো বিআইডব্লিউটিএ’র ড্রেজিং অফিসের সামনে স্তুপ করে রাখা ছিল।
Published : 14 Nov 2024, 11:11 AM
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আগুনে পুড়ে গেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং মেশিনের পাইপ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় আরিচা ঘাট এলাকায় বিআইডব্লিউটিএ’র ড্রেজিং অফিসের সামনে রাখা পাইপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া।
তিনি আরও বলেন, “খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট তিন ইউনিট কাজ করেছে। তাদের চেষ্টায় একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
“তবে আগুনের সূত্রপাতের বিষয় এখনো কিছু বুঝতে পারছি না।”
বিআইডব্লিউটিএর ওয়াচম্যান তোতা মিয়া বলেন, “এই পাইপগুলো ড্রেজিং এর কাজের জন্য অফিসের সামনে স্তুপ করে রাখাছিল। সকালে লোকজনের চিৎকার শুনতে পেয়ে অফিস থেকে বের হয়ে পাইপে আগুন লেগেছে দেখতে পাই। আগুনে ২০ থেকে ২৫টি পাইপ পুড়ে গেছে।
“তবে কিভাবে পাইপগুলোয় আগুন লেগেছে তা বলতে পারছি না।”