তাদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি ও হুমকির অভিযোগে করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
Published : 23 Jan 2025, 12:03 AM
নিয়োগ বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি ও হুমকির অভিযোগে পঞ্চগড় জেলা ও দায়রা জজসহ চার বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে।
সমাবেশ থেকে ওই চারজনকে অপসারণের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়; দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
বুধবার দুপুরে গঞ্চগড় শহরের জজ কোর্টের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের পাশ দিয়ে ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি, সেলিম, সহসমন্বয়ক মাহফুজ এবং শিক্ষার্থী ফয়সাল বক্তব্য দেন।
বক্তাদের অভিযোগ, পঞ্চগড়ের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. গোলাম ফারুক, মুখ্য বিচারিক হাকিম মেহেদী হাসান মণ্ডল, জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আশরাফুজ্জামান এবং বিচারিক হাকিম আবু হেনা সিদ্দিকী আওয়ামী লীগ সরকারের দোসরের ভূমিকা পালন করছেন। জুলাই আন্দোলনের পরও তারা ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করছেন।
সমন্বয়ক ফজলে রাব্বি বলেন, “আদালতের নিয়োগে দুর্নীতি করে সাবেক আইনমন্ত্রীর এলাকার লোকদের বার বার নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি বাড়ি ভাড়া নেওয়া পরও জেলা ও দায়রা জজ আদালতকেই নিজের বাসভবন বানিয়েছেন।
“জেলা ও দায়রা জজ গোলাম ফারুকসহ ওই চার বিচারক শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এখনো নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি করে যাচ্ছেন। তাদের অনিয়মের প্রতিবাদ করলে তারা আমাদের দেখে নেওয়ার হুমকি দেন।”
২৪ ঘণ্টার মধ্যে তাদের সরিয়ে নেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ফজলে রাব্বি।