“ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাথা থেঁতলে যায় এবং শরীরের বিভিন্ন অংশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
Published : 19 Aug 2024, 11:03 AM
গাজীপুর নগরীতে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালকের প্রাণ গেছে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার এসআই দুলাল চন্দ্র জানান, নগরীর টানকড্ডা এলাকায় বাসন ইউনিয়ন হাসপাতালের উল্টো পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই দুলাল বলেন, “মোটরসাইকেলটি টাঙ্গাইল থেকে গাজীপুর যাচ্ছিল। পথে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে চালক সড়কে ছিটকে পড়ে। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাথা থেঁতলে যায় এবং শরীরের বিভিন্ন অংশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
খবর পেয়ে টানকড্ডা এলাকার বাসন ইউনিয়ন হাসপাতালের বিপরীত পাশের মহাসড়ক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে বলে জানান দুলাল।
তিনি বলেন, নিহতের শরীরে একটি জিন্সের প্যান্ট ও নীল রঙের কটি ছিল। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের পাশপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।