দুপুরের পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
Published : 16 Jul 2024, 08:33 PM
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
এ ছাড়া জয়দেবপুরে আন্দোলনকারীরা রেলপথ অবরোধ করায় আটক পড়েছে ‘মৈত্রী এক্সপ্রেস’ ট্রেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার বেলা ৩টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং আশপাশের বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা যোগ দেয়।
বিকাল ৬টা পর্যন্ত শহরের শিমুলতলী রোডে তিতাস গ্যাস অফিসের পাশে রেল ক্রসিংয়ের অদূরে আটকা পড়া ঢাকাগামী ‘মৈত্রী এক্সপ্রেস’ যেতে পারেনি বলে জানান জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া।
বেলা ৩টা থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শিববাড়িতে কিছুক্ষণ অবস্থান করেন। এরপর মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তার দিকে যায়। সেখানে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল।
এর আগে দুপুরের পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবস্থান নেয় কোনাবাড়ি এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ পরিকল্পিতভাবে হামলা করেছে। তাদের বিচার চাই। কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারা।
স্টেশন মাস্টার হানিফ মিয়া বলেন, “দুপুর থেকে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কোটাবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ভারত থেকে ঢাকাগামী ট্রেনটি গাজীপুরে আটকা পড়েছে।
“৩টা ২৭ মিনিটে ট্রেনটি কালিয়াকৈর উপজেলার মৌচাক স্টেশন অতিক্রম করে। সেখান থেকে ঢাকায় যাওয়ার পথে জয়দেবপুর জংশন অতিক্রম করতে ১৫ মিনিট সময় লাগে। কিন্তু ৬টার দিকেও ট্রেনটি জয়দেবপুর অতিক্রম করেনি।”
গাজীপুর জেলা সড়ক পরিবহন ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সুলতান আহমদ সরকার জানান, দুপুরে কোটাবিরোধী শিক্ষার্থীরা চন্দনা চৌরাস্তা ও আশপাশ এলাকায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক বিভাগ) অশোক কুমার পাল জানান, কোটাবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা চান্দনা-চৌরাস্তা মোড় এলাকায় অবস্থান নিলে যান চলাচলে বিঘ্ন ঘটে।
বিকাল ৬টার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয় বলে জানান তিনি।