দুষ্কৃতকারীরা ব্যাংকের টাকা রাখার ভল্ট ভাঙার চেষ্টা করলেও তা ভাঙতে পারেনি বলে জানান শাখা ব্যবস্থাপক।
Published : 23 Nov 2023, 11:24 AM
পিরোজপুর সদর উপজেলায় কৃষি ব্যাংকের এক শাখায় জানালা কেটে প্রবেশ করে ডাকাতির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত ৩টার দিকে শংকরপাশা ইউনিয়ন পরিষদের পাশে কৃষি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন।
এ ঘটনায় ব্যাংকের নৈশপ্রহরী শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক শ্যামল ভট্টাচার্য জানান, রাতে ব্যাংকের পূর্ব পাশের জানালা কেটে দুষ্কৃতকারীরা ব্যাংকের ভিতরে প্রবেশ করে নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ফেলে।
“দুষ্কৃতকারীরা ব্যাংকের টাকা রাখার ভল্ট ভাঙার চেষ্টা করলেও ভাঙতে পারেনি। তবে ব্যাংকের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করেছে। ব্যাংকের সিসি ক্যামেরার জন্য ব্যবহৃত হার্ডডিস্কও খুলে নিয়ে যায় তারা। ”
পরে সকালে বিষয়টি জানতে পেরে তিনি পুলিশে খবর দেন।
ব্যাংক থেকে টাকা খোয়া না গেলেও অন্য কোনো কিছু দুষ্কৃতকারীরা নিয়ে গেছে কিনা তা পরে বলতে পারবেন বলে জানান এই ব্যাংক কর্মকর্তা।
ওসি আবীর জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংকের সব বিষয় পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ব্যাংক থেকে কোনো টাকা বা মূল্যবান কোনো কিছু খোয়া যায়নি বলে জানা গেছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের নৈশপ্রহরীকে আটক করা হয়েছে। এ ছাড়া অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।