স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল ইমা খাতুন। পথে মাইক্রোবাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
Published : 23 Oct 2024, 04:56 PM
নাটোরের লালপুর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের চাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
বুধবার দুপুর ১টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম।
নিহত ইমা খাতুন (৭) লালপুরের ভাটাগ্রামের ইমরান হোসেনের মেয়ে ও তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
রফিকুল ইসলাম বলেন, স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল ইমা খাতুন। পথে ঈশ্বরদী থেকে লালপুরগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
এ ঘটনায় স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।