ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়, হাসপাতালের মৃত ঘোষণা করা হয় আরেকজনকে, বলছে পুলিশ।
Published : 03 Feb 2025, 10:57 AM
মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একটি গাড়ির ধাক্কায় পিকআপ ভ্যান উল্টে চালক ও তার সহকারী প্রাণ হারিয়েছেন।
সোমবার ভোরে উপজেলার মুন্সি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শিবচর হাইওয়ে থানার এসআই মো. মিজানুর রহমান জানিয়েছেন।
নিহতরা হলেন- ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার হাসেম খার ছেলে পিকআপ ভ্যানের চালক মো. বাচ্চু মিয়া (৩৭) ও ঢাকার কাচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে মানিক (৩৯) ।
মরদেহটি দুটি আপাতত থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে এসআই বলেন, “ভোর রাতে পিকআপ ভ্যান নিয়ে ঢাকার দিকে রওনা হন বাচ্চু ও মানিক। পথে একটি গাড়ি তাদের পেছন থেকে ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক বাচ্চুর মৃত্যু হয়।
“খবর পেয়ে ভোর ৬টার দিকে শিবচর হাইওয়ে থানার পুলিশ তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক বাচ্চুর সহকারী মানিককে মৃত ঘোষণা করেন।”
তারা দক্ষিণ বঙ্গের কোনো এলাকায় থেকে পিকআপ ভ্যান নিয়ে ঢাকায় ফিরছিলেন। পথে কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা এসআই মিজানুরের।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন বলছেন, “ভোর ৬টার দিকে প্রথমে একজনকে আনা হয়। তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করি। এর ১ ঘণ্টা পরে আরেকজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।”