পুলিশ জানায়, সেফা তার দাদীর সঙ্গে রাস্তা পার হচ্ছিল।
Published : 02 Jun 2024, 02:45 PM
রংপুর নগরীতে ডাম্প ট্রাকের চাপায় চার বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে; এ সময় আহত হয়েছেন ওই শিশুর দাদী।
রোববার সকাল সোয়া ৯টায় নগরীর হাজির হাট এলাকার হাজির বাজারের সামনে এই ঘটনা ঘটে বলে হাজির হাট মেট্রোপলিটন থানার এসআই আলতাব হোসেন জানান।
নিহত সেফা ওই এলাকার সাদ্দাম হোসেনের মেয়ে।
এসআই আলতাব বলেন, সকালে সেফা তার দাদীর সঙ্গে রাস্তা পার হচ্ছিল। এ সময় নীলফামারী থেকে রংপুর মাহিগঞ্চগামী পিচ বোঝাই একটি ডাম্প ট্রাকের চাপায় সেফার মৃত্যু হয়।
“এ সময় দাদী গুরুতর আহত হলে তাকে এলাকাবাসী উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”
হাজির হাট মেট্রোপলিটন থানার ওসি রাজিব বসুনীয়া বলেন, এ ঘটনায় ডাম্প ট্রাকের চালককে আটক করা হয়েছে।
নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
গ্রুপ ১ | ম্যাচ | জয় | টাই | হার | পরিত্যক্ত | নেট রানরেট | পয়েন্ট | |
---|---|---|---|---|---|---|---|---|
ভারত | ৩ | ৩ | ০ | ০ | ০ | ২.০১৭ | ৬ | |
আফগানিস্তান | ৩ | ২ | ০ | ১ | ০ | -০.৩০৫ | ৪ | |
অস্ট্রেলিয়া | ৩ | ১ | ০ | ২ | ০ | -০.৩৩১ | ২ | |
বাংলাদেশ | ৩ | ০ | ০ | ৩ | ০ | -১.৭০৯ | ০ |
গ্রুপ ২ | ম্যাচ | জয় | টাই | হার | পরিত্যক্ত | নেট রানরেট | পয়েন্ট | |
---|---|---|---|---|---|---|---|---|
দক্ষিণ আফ্রিকা | ৩ | ৩ | ০ | ০ | ০ | ০.৫৯৯ | ৬ | |
ইংল্যান্ড | ৩ | ২ | ০ | ১ | ০ | ১.৯৯২ | ৪ | |
ওয়েস্ট ইন্ডিজ | ৩ | ১ | ০ | ২ | ০ | ০.৯৬৩ | ২ | |
যুক্তরাষ্ট্র | ৩ | ০ | ০ | ৩ | ০ | -৩.৯০৬ | ০ |
গ্রুপ ৩ | ম্যাচ | জয় | টাই | হার | পরিত্যক্ত | নেট রানরেট | পয়েন্ট |
---|
গ্রুপ ৪ | ম্যাচ | জয় | টাই | হার | পরিত্যক্ত | নেট রানরেট | পয়েন্ট |
---|