নিহতরা সম্পর্কে দুলাভাই ও শ্যালক।
Published : 21 Jan 2025, 09:33 PM
বগুড়া সদর উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে দুলাভাই ও শ্যালক।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে উপজেলার গোকুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মনোয়ারুজ্জামান।
নিহতরা হলেন- বগুড়া শহরের গোয়ালগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৭০) এবং তার শ্যালক শহরের জয়পুরপাড়া এলাকার বাবুল ইসলাম (৫৭)।
ওসি মনোয়ারুজ্জামান বলেন, নজরুল ইসলাম এবং বাবুল ইসলামের ইঞ্জিনিয়ার ফার্ম এবং বেকারির ব্যবসা রয়েছে। বিকালে প্রাইভেট কারে করে তারা মহাস্থানগড় থেকে শহরের দিকে ফিরছিলেন। প্রাইভেট কার চালাচ্ছিলেন বাবুল ইসলাম।
পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা খায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দুইজনের মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান হাইওয়ে থানার ওসি মনোয়ারুজ্জামান।