“যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও অন্যান্য গাড়িগুলোর একটার সঙ্গে আরেকটার ধাক্কা লাগে।”
Published : 18 Feb 2025, 11:23 AM
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ আটটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে উপজেলার জিংলাতলী থেকে আমিরাবাদ মোড় পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে বলে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি নুরুল আফসার জানান।
আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল করছে ধীরগতিতে। চট্টগ্রামমুখী লেনে যানবাহনের একটু বাড়তি চাপ আছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘন কুয়াশার কারণে দাউদকান্দির আমিরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোর মধ্যে অন্তত চারটি বাস, দুটি ট্রাক, একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেটকার রয়েছে৷ প্রতিটি দুর্ঘটনায় যাত্রীরা গুরুতর আহত না হলেও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ইসহাক চৌধুরী নামে আমিরাবাদ এলাকার এক বাসিন্দা বলেন, “ভোরে ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অল্প দূরত্বের কিছুই দেখা যাচ্ছিল না। যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও অন্যান্য গাড়িগুলোর একটার সঙ্গে আরেকটার ধাক্কা লাগে। তবে কেউ মারা যায়নি।”
নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, “পৃথক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে কেউ মারা যায়নি। যারা আহত হয়েছেন, তারা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসা নিয়ে চলে গেছেন।”
দাউদকান্দি ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এরশাদ হোসাইন বলেন, “আমরা আমরাবাদ এলাকা থেকে দুর্ঘটনা কবলিত একটি অ্যাম্বুলেন্স থেকে রোগীসহ তিনজনকে উদ্ধার করি। পরে তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে পাঠাই।”
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার দিদার হোসাইন বলছেন, ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত দুর্ঘটনায় আহত অন্তত ১২ জন তাদের স্বাস্থ্য কমপ্লেক্স আসেন। তাদের মধ্যে কয়েকজনকে ঢাকায় রেফার করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
ওসি নুরুল আফসার বলেন, “সড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরানোর কাজ চলছে। তবে দুর্ঘটনায় আহত হয়েছে এমন কেউ আমাদের কাছে রিপোর্ট করেনি।”