সাধারণ ছুটি শেষে তিন কর্মদিবস পর বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেনাপোল বন্দর ও শুল্কভবনের কাজ শুরু হয়েছে।
Published : 24 Jul 2024, 11:45 PM
ইন্টারনেট সেবার ধীরগতির কারণে বেনাপোল বন্দরে দাপ্তরিক কাজকর্মে সমস্যা হলেও সেটা পুষিয়ে নিতে কাজ করা হচ্ছে ‘ম্যানুয়ালি’। এতে এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম বলেন, ইন্টারনেটের কারণে বন্দর অভ্যন্তরীণ ও অফিসিয়াল কাজকর্মে সমস্যা হলেও আমদানি রপ্তানি, পণ্য উঠানামা ও খালাশ প্রক্রিয়া ‘ম্যানুয়ালী’ স্বাভাবিক নিয়মে চলছে।
বৃহস্পতিবার বেলা ১টা ৫০মিনিট পর্যন্ত ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ১০৫ ট্রাক সাধারণ পণ্য বেনাপোল বন্দরে ঢুকেছে। এর আগে বুধবার ৩৬ ট্রাক পচনশীল পণ্য বেনাপোল বন্দরে আসে। যেগুলো খালাশ পক্রিয়া সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে করা হয়েছে।
সাধারণ ছুটি শেষে তিন কর্মদিবস পর বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেনাপোল বন্দর ও শুল্কভবনের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনারের পক্ষে ডেপুটি কমিশনার (প্রশাসন) অথেলো চৌধুরী এক অফিস আদেশে কাস্টম হাউস বেনাপোলের সব দপ্তর ও স্থাপনায় বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করার আহ্বান জানিয়েছেন।
সরকারি সম্পদ, স্থাপনা, কর্মকর্তা কর্মচারী ও স্টেক হোল্ডারদের নিরাপত্তা বিধানের জন্য বিষয়টি অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে অফিস আদেশে।