পুলিশ ক্ষতিগ্রস্ত পিকআপভ্যান ও চালকের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে গেছেন।
Published : 27 Oct 2024, 10:21 PM
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে একটি পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোমরপুর বৈঠাখালি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম জানান।
নিহত রিপন মিয়া ঢাকার মিরপুর এলাকার মাজার রোডের মো. ছোলায়মান মাতুব্বরের ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম বলেন, “বগুড়ামুখী একটি পিকআপ ভ্যান ওই এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটির সামনের অংশ ভেঙে ট্রাকের সঙ্গে আটকে যায়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক মারা যান।”
খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল আটকা পড়া পিকআপ ভ্যান থেকে চালকের মরদেহ উদ্ধার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, পুলিশ ক্ষতিগ্রস্ত পিকআপভ্যান ও চালকের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে এসেছেন। এ নিয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।