গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।
Published : 11 Dec 2024, 08:42 PM
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নির্বাচনী সহিংসতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা আলাদা মামলায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান দেবীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার টেপ্রীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার গোলাম রহমান সরকার টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।
ওসি সোয়েল রানা জানান, নির্বাচনী সহিংসতার মামলায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলার তদন্তে গোলাম রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। পরে তাকে আটক করা হয়।
চলতি বছরের ২১ মে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকরা নির্বাচন কর্মকর্তাদের ওপর হামলা চালায়।
এতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক উপ-সচিবসহ ছয়জন আহত হন। হামলাকারীরা নির্বাচনের কাজে ব্যবহৃত তিনটি সরকারি যানবাহন এবং মোটরসাইকেল ভাঙচুর করে।
এ ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা দুইজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৬০০ জনকে আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা করেন। এ মামলায় ইউপি চেয়ারম্যান গোলাম রহমানকেও আসামি করা হয়।
অন্যদিকে ৪ অগাস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উপজেলার করতোয়া সেতু এলাকায় ছাত্র-জনতার মিছিলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। পরে এ ঘটনায় মামলা করা হয়।