যে কারণে দারুচিনি ত্বকের জন্য উপকারী

রান্নার পরিচিত মসলা দারুচিনি। এটা খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীর সুস্থ রাখতেও সাহায্য করে।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2018, 09:58 AM
Updated : 12 August 2018, 09:58 AM

সুগন্ধি এই মসলা ত্বক ও চুল ভালো রাখাতেও সাহায্য করে। কীভাবে? রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদনে বিভিন্ন রূপবিশেষজ্ঞরা সেই পদ্ধতি-ই দিয়েছেন।

* ব্রণের সমস্যা দূর করতে এক ভাগ দারুচিনির সঙ্গে তিন ভাগ মধু মিশিয়ে ব্রণের উপরে লাগান। ২৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

“এই মিশ্রণ মুখের অতিরিক্ত তেল শোষণ করে নেয় এবং রক্ত সঞ্চালন বাড়ায়।” জানান ভারতীয় রূপ-বিশেষজ্ঞ ভ্যানিথা কৃষ্ণান। 

* দারুচিনির ব্যাক্টেরিয়া-রোধী উপাদান ত্বকের রং উজ্জ্বল করে বলে জানান, ভারতীয় ত্বক বিশেষজ্ঞ সারাভানান।

ত্বক সুন্দর রাখতে তিনি একটি পদ্ধতিও দেন।

দারুচিনি, কলা, লেবুর রস এবং টক দই মিশিয়ে মুখ ও গলায় লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটা ত্বক ভালো রাখে, র‌্যাশ দূর করে ও ত্বক টানটান রেখে বলিরেখা কমায়।

আরও পড়ুন