'শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে' ব্রিটিশ-বাংলাদেশি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান হাই কমিশনার।
Published : 17 Dec 2023, 08:31 PM
প্রবাসীদের সঙ্গে নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাই কমিশন।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের এক হোটেলে দিনটি উপলক্ষ্যে নানা আয়োজন করেন তারা।
এসবের মধ্যে ছিল প্রতীকী জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়া, মুক্তিযুদ্ধে শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন, সাংস্কৃতিক পরিবেশনা, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।
সভায় বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম মুক্তিযুদ্ধের সময় ভারত ও যুক্তরাজ্যের সরকার, জনগণ এবং যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা স্মরণ করেন। ‘বাংলাদেশের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে’ ব্রিটিশ-বাংলাদেশি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের কমিউনিটিস, ডিপার্টমেন্ট অব লেবেলিং আপ ও হাউজিং মন্ত্রী ফেলিসিটি বোকান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও দৃঢ় করার আশা প্রকাশ করেন।
যুক্তরাজ্যে ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।
তিনি মুক্তিযোদ্ধা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, “এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে সিঙ্গাপুরের মতো একটি উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার জন্য বাংলাদেশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।”
সভায় আরও বক্তব্য দেন যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
অনুষ্ঠানে যুক্তরাজ্য-প্রবাসী মুক্তিযোদ্ধা, কূটনীতিক, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিসহ ব্রিটিশ-বাংলাদেশি ও ব্রিটিশ-ভারতীয় কমিউনিটির প্রায় ছয় শতাধিক অতিথি অংশ নেন।