জেদ্দায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

এতে সভাপতিত্ব করেন জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

মোবারক হোসেনজেদ্দা, সৌদি আরব থেকে
Published : 13 March 2023, 09:01 AM
Updated : 13 March 2023, 09:01 AM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট। 

রোববার জেদ্দা কনস্যুলেট প্রাঙ্গণে এতে অংশ নেন জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিনিস্টার শ্রম কাজী এমদাদুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা, দূতালয় প্রধান আজিজুর রহমান, প্রথম সচিব শ্রম ফাহমি মোহাম্মদ সাইফসহ কনস্যুলেটের কর্মকর্তা, স্কুলের শিক্ষক ও অভিভাবকরা।

বিজয়ীদের আসছে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়।