লিসবনের বেলাভিস্তা পার্কে এ আয়োজনে কয়েকশ বাংলাদেশি অংশ নেন।
Published : 20 Nov 2023, 08:37 PM
শীতকে স্বাগত জানাতে পর্তুগালে বাংলা প্রেস ক্লাবের আয়োজনে ‘উইন্টার ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দেশটির রাজধানী লিসবনের বেলাভিস্তা পার্কে এ আয়োজনে কয়েকশ বাংলাদেশি অংশ নেন।
দিনব্যাপী অনুষ্ঠানের নানা আয়োজনের মধ্যে ছিল পিঠা উৎসব, শিশুদের বিস্কুট খেলা, দৌড় প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা, সুই সুতা গাঁথুনি এবং পুরুষের হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা। মেহেদি উৎসবে বাহারি নকশায় হাত রাঙিয়ে তুলেন অনেক নারী।
প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহ সভাপতি এফ আই রনি ও সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফৌজিয়া তসলিম উদ্দিন, পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলওয়ার হোসাইন, পর্তুগাল বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত সেলিম, আওয়ামী লীগের সহ সম্পাদক ইমরান হোসাইন ভূঁইয়া, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল ওয়াহিদ পারভেজ, মুহি উদ্দীন, অনুপম মেহদী ও তানভীর আলম জনি।
উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ, কোষাধ্যক্ষ জাহিদ কায়সার, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর, সহ সাধারণ সম্পাদক সমির দেবনাথ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহি উদ্দীন, সাংবাদিক এস এম আজাদ, মামুন মাহথির ও মো. জহিরুল হক।