যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলো প্রবাসী ১৩ নারী উদ্যোক্তা

এতে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের প্রধান কার্যনির্বাহী ও প্রেসিডেন্ট লিটন আহমেদ।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2022, 03:39 AM
Updated : 20 Dec 2022, 03:39 AM

যুক্তরাষ্ট্রে প্রবাসী ১৩ নারী উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে ‘ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি' (ইউএসবিসিসিআই)।

সম্মাননাপ্রাপ্তরা হলেন সুমনা রিমি, ডিম্পল উইলাবাস, রোকসানা আহমেদ, পূজা রায়, নাহিদ আহমেদ, মাহবুবা রহমান, আনা গাজার, অর্পি আহমেদ, মাহাবুব মেহা, সাহেরা চৌধুরী, ফাতেমা নাজনীন প্রিসিলা, মেগডালিনা কুলিটস এবং ফারজানা হক।

শনিবার নিউ ইয়র্কের লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে এ অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। 

আয়োজক সংস্থাটির পরিচালক শেখ ফরহাদ ও মেকডালিনা কুলসিজের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের প্রধান কার্যনির্বাহী ও প্রেসিডেন্ট লিটন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন নিউ ইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড আই ওয়েপ্রিন ও কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রঙ্কস চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ও কার্যনির্বাহী লীসা সরিন। নিউ ইয়র্ক সিটি মেয়রের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন তার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিষয়ক ডেপুটি কমিশনার দিলীপ চৌহান।