ভোটার তালিকায় মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর মুক্তিযোদ্ধা’ সংযোজন করার দাবি জানান তারা।
Published : 09 Oct 2023, 04:41 PM
বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বাড়ি সংলগ্ন রাস্তা সেই মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী কয়েকজন মুক্তিযোদ্ধা।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এক সভা থেকে এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।
সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি।
সভায় আরও উল্লেখ করা হয়, “এনআইডি কার্ড এবং ভোটার তালিকায় প্রতিটি মুক্তিযোদ্ধার নামের আগে ‘বীর মুক্তিযোদ্ধা’ সংযোজন করা দরকার।”
আলোাচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, আবুল বাশার চুন্নু, আমির আলী, মোহাম্মদ সানাউল্লাহ, শামসুল আলম চৌধুরী ও মিসবাহউদ্দিন, মুক্তিযোদ্ধা-সন্তান মোহাম্মদ আইয়ুব আলী ও আলমগীর কবির।
মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা গৃহহীন ছিলেন তাদেরকে বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তারা।