লন্ডনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তনদের সেমিনার

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ-পদোন্নতিতে গবেষণায় প্রাধান্য চান বক্তারা।

সৈয়দ নাহাস পাশাযুক্তরাজ্য থেকে
Published : 30 May 2023, 11:31 AM
Updated : 30 May 2023, 11:31 AM

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ’ শিরোনামে লন্ডনে সেমিনার করেছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে’।

রোববার পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান বক্তা ছিলেন লিডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মাদ মুশফিক উদ্দিন।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেইন এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক এরিনা সিদ্দিকী সুপ্রভা।

ভার্চুয়ালি আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ এস এম  মাকসুদ কামাল, ইউনিভার্সিটি অফ লিঙ্কনের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান এবং বার্মিংহামের নিউম্যান ইউনিভার্সিটির বাণিজ্য বিভাগের প্রধান তৈমুর শরীফ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সুবিধা এবং ছাত্র-ছাত্রীদের বাসস্থানের ব্যবস্থা থাকলেও ক্রমবর্ধমান চাহিদার তুলনায় এগুলো ‘যথেষ্ট নয়’ বলে উল্লেখ করেন প্রধান বক্তা লিডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মাদ মুশফিক উদ্দিন।

নিউম্যান ইউনিভার্সিটির বাণিজ্য বিভাগের প্রধান তৈমুর শরীফ বলেন, “অধ্যাপক পদে পদোন্নতি পেতে হলে একটি সুনির্দিষ্ট পদ্ধতির মধ্য দিয়ে যাওয়ার কথা। আমাদের দেশে ওই পদ্ধতিটাই নেই। যেমন এখানে রয়েছে রিসার্চ এক্সিলেন্ট ফ্রেমওয়ার্ক। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রতি ৫/৬ বছর পর পর তাদের রিসার্চ সংক্রান্ত অবদান পেশ করে। এর ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়গুলোর রেটিং নির্ধারিত হয়। বাংলাদেশে এধরনের কিছু নেই।”

ইউনিভার্সিটি অফ লিঙ্কনের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান গবেষণার ওপর গুরুত্বারোপ করে আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধির আহ্বান জানান।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাকিব, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মারুফ আহমেদ চৌধুরী, প্রশান্ত পুরকায়স্থ, নিলুফা ইয়াসমীন হাসান, সৈয়দ হামিদুল হক, সৈয়দ ইকবাল, মাহারুন আহমেদ, মিজানুর রহমান ও এম কামরুল হাসান।