দুবাইয়ে হয়ে গেল বাংলাদেশি বইমেলা

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট।

জাহাঙ্গীর কবীর বাপপিসংযুক্ত আরব আমিরাত থেকে
Published : 7 Nov 2022, 09:38 AM
Updated : 7 Nov 2022, 09:38 AM

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশি বইমেলা ও বঙ্গসংস্কৃতি উৎসব।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে দুবাইয়ে কনস্যুলেট প্রাঙ্গনে ৩ দিনব্যাপী এ আয়োজন করে বাংলাদেশ কনস্যুলেট।

মেলা উদ্বোধন করেন কবি কামাল চৌধুরী। রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। উপস্থিত ছিলেন কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

আয়োজকরা জানান, মেলায় ৭৫টি স্টল ছিল। নানা আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বইয়ের মোড়ক উন্মোচন, বই আলোচনা, সাহিত্য বিষয়ক সেমিনার ও শিশুদের জন্য নানা প্রতিযোগিতা।

রোববার রাতে সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলা শেষ হয়।