“৪ কর্মকর্তার নামে ৩৬০টি কবর কেনা এবং ব্যাংক খাতে লেনদেনে গরমিল পাওয়া গেছে।”
Published : 14 Jan 2025, 03:03 PM
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটির’ বিদায়ী কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বর্তমান নেতারা, গঠন করেছেন তদন্ত কমিটি।
রোববার দুপুরে নিউ ইয়র্কে সোসাইটির নিজস্ব কার্যালয়ে নতুন কার্যকরী কমিটি ও বোর্ড অব ট্রাস্টির যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আতাউর রহমান সেলিম।
সেলিম বলেন, “আমরা দায়িত্ব গ্রহণ করেছি অল্পদিন হলো। বিদায়ী কমিটির কাছ থেকে কী পেলাম এবং বর্তমান পরিস্থিতি কী, তা বিস্তারিত বোর্ড অব ট্রাস্টিকে জানানোও আজকের এ সভার অন্যতম এজেন্ডা।”
নেতারা অভিযোগ করেন, “২০২৩-২৪ মেয়াদে রব-রুহুলের নেতৃত্বাধীন বিদায়ী কমিটির নানা কর্মকাণ্ডে গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপ পাওয়া গেছে। ওই কমিটির ৪ কর্মকর্তার নামে ৩৬০টি কবর কেনা এবং ব্যাংক খাতে লেনদেনসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে গরমিল পাওয়া গেছে।”
গত ১৬ ডিসেম্বর নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে বিদায়ী কোষাধ্যক্ষ নওশাদ হোসেনের দেওয়া সংগঠনের ফান্ডের হিসাবেও ‘গরমিল’ পাওয়া গেছে বলে জানান তারা।
এ অবস্থায় গত কমিটির বিরুদ্ধে আনা অভিযোগ অনুসন্ধান করতে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য মো. আক্তার হোসেন, আজিমুর রহমান বোরহান, মো. এমদাদুল হক কামাল, আব্দুল হাসিম হাসনু, ওয়াসি চৌধুরী, মো. শাহজাহান সিরাজী ও মো. আতরাউল আলম।
কার্যকরী কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- জ্যেষ্ঠ সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান, কার্যকরী সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, মুনসুর আহমদ ও হাছান খান।