রাস্তায় হেঁটে হেঁটে মিষ্টি বিতরণ করেন তারা।
Published : 07 Aug 2024, 12:36 AM
গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে ইতালিতে উল্লাস করেছেন প্রবাসীরা।
সোমবার সকালে সাধারণ জনতা ও শিক্ষার্থীদের গণভবন দখলের খবরের পর থেকেই ইতালির বিভিন্ন শহরে উল্লাস করতে দেখা গেছে তাদের। এটাকে তারা বাংলাদেশের ‘দ্বিতীয় স্বাধীনতা’ হিসেবে আখ্যায়িত করছেন।
প্রায় ৭ বছর ধরে দেশটির বাণিজ্যিক শহর মিলানে বসবাসরত বাংলাদেশি ফয়সাল আহমেদ বলেন, “আমি কোনো দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই। তবে আওয়ামী লীগের আমলে তাদের প্রতিটি কর্মকাণ্ডে বিরক্ত হয়ে গিয়েছিলাম। সব জায়গায় একটা অস্থিরতা কাজ করত। স্বাধীনতা বলতে কিছুই ছিলো না।”
সরকারের পদত্যাগের পর অনেকটা হাফ ছেড়েছি। এখন মনে হচ্ছে দেশ ‘নতুনভাবে স্বাধীন হয়েছে’, যোগ করেন তিনি।
এদিকে শহরের বাঙালি অধ্যুষিত এলাকা কাইয়াৎসো ও ভিয়া পাদোভাতে মিষ্টি বিতরণ করতে দেখা যায় তরুণ প্রজন্মের প্রবাসীদের। রাস্তায় হেঁটে হেঁটে মিষ্টি বিতরণ করেন তারা।
এ বিষয়ে তরুণ-তরুণীদের নিয়ে কাজ করা সংগঠন ‘ইউথ ফর হিউম্যানিটি’ এর সভাপতি প্রিন্স হাওলাদার বলেন, “দেশ স্বৈরাচারী শাসকের হাত থেকে মুক্তি পেয়েছে। এটাকে আমরা দ্বিতীয় বিজয় বলতে পারি। আমরা এখন বাংলাদেশের বিজয় উদযাপন করবো। এতে স্থানীয় প্রশাসন আমাদের অনুমতি দিয়েছে।”
এছাড়া ভেনিসেও উল্লাস করেছেন স্থানীয় বাংলাদেশিরা। দেশের সংবাদমাধ্যমে হাসিনার দেশত্যাগের খবর পাওয়ার পরই তারা ভেনিসের ম্যাক ডোলান্ডসের সামনে জড়ো হন।