‘প্রয়োজনীয় সংস্কার শেষে’ নির্বাচন দেওয়ার দাবি জানান নেতারা।
Published : 07 Dec 2024, 09:50 PM
‘পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করছে’ অভিযোগ করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মতবিনিময় সমাবেশ করেন তারা।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।
প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন।
তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের ফসল ঘরে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। এটা সময়ের দাবি। পতিত স্বৈরাচারের সমর্থকরা বিভিন্নভাবে মিথ্যাচার করছে। সংখ্যালঘু নির্যাতনের অলীক অভিযোগ করছে।”
নিউ ইয়র্ক মহানগর উত্তর ও দক্ষিণের সহায়তায় বিএনপির এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ।
তিনি বলেন, “৫ অগাস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছেন। গণতন্ত্র প্রত্যাশী মানুষের মধ্যে বিবাদ-বিভক্তির জঘন্য অপচেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।”
বাংলাদেশে পুলিশসহ প্রশাসনে প্রবাসীদের সম্পৃক্ততা এবং জাতীয় সংসদে প্রবাসীদের জন্য ১০% কোটা সংরক্ষণের সুপারিশ করেন গিয়াস।
সমাবেশে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি জামাল আহমেদ জনি, কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসীমউদ্দিন, আনোয়ার হোসেন, আরিফুর রহমান ও সৈয়দা মাহমুদা শিরিন।