ফ্রাঙ্কফুর্টে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

জার্মানির ফ্রাঙ্কফুর্টে ঈদ পুনর্মিলনী করেছেন সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

তামান্না ফেরদৌস, জার্মানি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2021, 03:23 AM
Updated : 27 July 2021, 03:23 AM

শনিবার ফ্রাঙ্কফুর্টের একটি গার্ডেনে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট’।

অনুষ্ঠান আয়োজনে ছিলেন বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট জার্মানির প্রতিষ্ঠাতা ও সভাপতি মঞ্জুর হোসেন সরকার, রোকন ফয়সাল, মিতা সরকার, শিখা ফয়সাল ও শিহাব উদ্দিন।

তারা জানান, মহামারীর কারণে দীর্ঘদিন অনেকটাই ঘরবন্ধি জীবন যাপনের পর জার্মানিতে এখন পরিস্থিতি স্বাভাবিক। তাই এ পুনর্মিলনী। এতে ছিল বাংলাদেশি খাবারের আয়োজন। চার দেয়ালের বাইরে একত্রিত হতে পেরে আনন্দিত ছিলেন অংশগ্রহণকারীরা। একে অপরের সঙ্গে জমানো খোশগল্পে মেতে উঠেন তারা। সবকিছু মিলিয়ে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ।

এছাড়া শিশু-কিশোরদের অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তুলেছিল আনন্দময়। ঈদের সাজে সজ্জিত ছিলেন জার্মানি প্রবাসী বাঙালি নারীরা।

লেখক: শিক্ষার্থী, জোহানেস গুটেনবার্গ ইউনিভার্সিটি, মাইঞ্জ, জার্মানি, প্রাক্তন শিক্ষার্থী, পদার্থ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!