স্পেনে রাষ্ট্রদূতের সঙ্গে নোয়াখালী সমিতির সাক্ষাৎ

স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছে দেশটিতে নবগঠিত প্রবাসী সংগঠন ‘বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি’।

কবির আল মাহমুদ, স্পেন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2021, 08:15 AM
Updated : 24 June 2021, 08:15 AM

স্থানীয় সময় বুধবার মাদ্রিদে দূতাবাসের হলরুমে সমিতির নেতারা রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সমিতির সভাপতি জালাল আহমদ ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন শাকিলের নেতৃত্বে সংগঠনটির নতুন ঘোষিত কমিটির সদস্যরা রাষ্ট্রদূতের সঙ্গে পরিচিত হন।

এসময় দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল, প্রশাসনিক কর্মকর্তা (হিসাব) মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি মোহাম্মদ আবুল হোসেন, সহ সভাপতি আবুল কাশেম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক আলমগীর ইবনে মাহবুব।

নেতারা রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন। বিশেষ করে দূতাবাসের মাধ্যমে পাসপোর্ট নিয়ে নানা জটিলতা এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাপ্তি সহজ করতে রাষ্ট্রদূতকে অনুরোধ জানায় সংগঠনটি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!