ইতালিতে দূতাবাস ও কনস্যুলেটে শহীদ দিবস পালন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাস ও মিলানে অবস্থিত কনস্যুলেট অফিস।

সাইফুল ইসলাম মুন্সী, ইতালি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2021, 06:17 AM
Updated : 25 Feb 2021, 06:17 AM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় রোম দূতাবাস প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে কর্মকর্তা- কর্মচারীদের নিয়ে ফুল দেন রাষ্ট্রদূত শামীম আহসান।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল দূতাবাসের সভাকক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রর বাণী পাঠ, দোয়া ও মোনাজাত, জাতীয় পতাকা অর্ধনমিত করা এবং ইউনেস্কোর মহাপরিচালক ও ইতালিতে নিযুক্ত ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর এর বাণী পাঠ।

সাংস্কৃতিক আয়োজনে ইতালি, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, নাইজেরিয়া এবং প্রবাসী বাংলাদেশি শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি করেন।

এদিকে কনসাল জেনারেল ইকবাল আহমেদের নেতৃত্বে ভেনিসে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা চলাকালীন সেখানে স্থাপিত প্রতীকী শহীদ মিনারে ফুল দেয় কনস্যুলেট জেনারেল মিলান শাখা।

এছাড়া কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে মিলান সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে অস্থায়ী শহীদ মিনারে ফুল দেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!