কুয়েতে প্রবাসীরা পাচ্ছেন স্মার্ট ড্রাইভিং লাইসেন্স

কুয়েতের স্থানীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশিসহ বিশ্বের সব দেশের প্রবাসীরা পেতে যাচ্ছেন স্মার্ট ড্রাইভিং লাইসেন্স।

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2021, 05:49 AM
Updated : 16 Jan 2021, 05:49 AM

আগামী রোববার থেকে এ লাইসেন্স দেওয়া শুরু হবে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরটি জানায় স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস।

দৈনিকটি আরও জানায় যে, ওই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে আন্তর্জাতিকভাবে বিশ্বের সব দেশে গাড়ি ড্রাইভিং করা যাবে। এর আগে ড্রাইভিং লাইসেন্স কেবল গালফের ছয় দেশে সীমাবদ্ধ ছিল।

আরব টাইমস জানিয়েছে, স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটি সুরক্ষার সব ব্যবস্থা নেওয়া হয়েছে, এতে জালিয়াতি করার কোনো ফাঁক-ফোকর রাখা হয়নি।

অন্যদিকে স্মার্ট লাইসেন্সে থাকা স্মার্ট চিপ এর মধ্যে সব প্রবাসীদের নিজ নিজ স্পন্সরের ডেটা সংরক্ষণ করা হয়েছে। তবে লাইসেন্স ফি যথারীতি আগের মতই থাকছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!