পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত প্রবাসীদের মতবিনিময়

কুয়েত সফররত পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।

আ হ জুবেদ, কুয়েত থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2020, 06:34 AM
Updated : 6 Oct 2020, 06:34 AM

স্থানীয় সময় সোমবার সকালে কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রবাসী গণমাধ্যমকর্মীদের কাছে সফরের উদ্দেশ্য তুলে ধরেন মন্ত্রী। গণমাধ্যমকর্মী ও প্রবাসীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং সেসব প্রশ্নের জবাব দেন তিনি।

এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, “ছুটিতে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের বিষয়ে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি এ বিষয়ে দুদিন পর সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন।”

সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পরিচালক (এফএমও) এমদাদুল হক চৌধুরী, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামান ও ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসেরসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!