লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি ‘নোনাজলের কাব্য’

প্রদর্শনের জন্য বাংলাদেশি চলচ্চিত্র ‘নোনাজলের কাব্য’ নির্বাচন করেছে ৬৪তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ।

সৈয়দ নাহাস পাশা যুক্তরাজ্য প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2020, 06:01 AM
Updated : 16 Sept 2020, 06:01 AM

বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ প্রযোজনার এ ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত।

তিনি জানান, আগামী ৭ থেকে ১৮ অক্টোবর লন্ডনে অনুষ্ঠেয় ফেস্টিভ্যালের ফিচার ফিল্ম ক্যাটাগরিতে ভার্চুয়াল প্রিমিয়ারে বিশ্বের ৫৮টি ছবির সঙ্গে তার ছবিটিও প্রদর্শনী হবে।

শাহরিয়ার সুমিত বলেন, “এটি আমার প্রথম ছবি। চিত্রনাট্যের প্রথম খসড়া লিখেছি পাঁচ বছর আগে। পটুয়াখালীর প্রত্যন্ত এক চরে ১৫-২০ ঘর জেলের বসবাস। সেই জেলেপাড়ায় হঠাৎ এক ভাস্করের আগমন এবং তাকে ঘিরে গ্রামবাসীর জল্পনা কল্পনা, ভালো লাগা এবং পরিশেষে সংঘাত- এ নিয়েই ‘নোনাজলের কাব্য’।”

ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তিতাস জিয়া, তাসনুভা তামান্না, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারী ও আমিনুর রহমান মুকুলসহ অনেকে। ছবিটির মিউজিক কম্পোজার অর্ণব। ২০২১ সালের শুরুর দিকে বাংলাদেশের দর্শক ছবিটি দেখতে পাবে বলে আশা নির্মাতার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!