বাইডেনের সমর্থনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের মোর্চা

যুক্তরাষ্ট্রে আসন্ন জাতীয় নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট-প্রার্থী জো বাইডেনের সমর্থনে সংগঠিত করা হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2020, 06:40 AM
Updated : 9 Sept 2020, 06:40 AM

এ লক্ষ্যে ‘সাউথ এশিয়ান্স ফর বাইডেন’ মোর্চার অধীনে তারা গঠন করেছেন ‘বাংলাদেশি ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিল’। এর জাতীয় পরিচালকের দায়িত্ব পেয়েছেন ম্যারিল্যান্ডে বসবাসরত বাংলাদেশি আনিস আহমেদ।

তারই তত্ত্বাবধানে সোমবার দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর ও সমন্বয়কের নাম ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে ‘সাউথ এশিয়ান্স ফর বাইডেন’ এর জাতীয় পরিচালক নেহা দেওয়ান বলেন, “যুক্তরাষ্ট্রে দ্রুত বর্ধনশীল কমিউনিটির অন্যতম হচ্ছেন বাংলাদেশিরা। তাই আসন্ন নির্বাচনে বাইডেন-হ্যারিসের বিজয় ত্বরান্বিত করতে তাদের ভূমিকা রয়েছে। বাংলাদেশিদের মধ্যে যারা এখনও ভোটার হিসেবে তালিকাভুক্ত হননি তাদেরকে সহায়তা এবং আগাম ভোটে উদ্বুদ্ধ করতে আনিস আহমেদের নেতৃত্বে স্টেট কমিটিগুলো কাজ করবে।”

দায়িত্বপ্রাপ্তির পর আনিস আহমেদ বলেন, “বাংলাদেশিজ ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিল এর নেতৃত্ব পেয়ে গৌরব বোধ করছি। দীর্ঘদিন প্রবাসী বাংলাদেশিদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করার অভিজ্ঞতাকে ৩ নভেম্বরের নির্বাচনে বাইডেন-হ্যারিসকে বিজয়ের কাজে লাগাবো।”

‘বাংলাদেশিজ ফর বাইডেন’ এর কমিউনিকেশন্স ডাইরেক্টর আনিকা রহমান বলেন, “মার্কিন সমাজ-ব্যবস্থায় বাংলাদেশি-আমেরিকানরা হচ্ছেন গুরুত্বপূর্ণ ফেক্টর। আর সে বিষয়টি জোরালোভাবে উপস্থাপনের সুযোগ এসেছে ৩ নভেম্বরের নির্বাচন ঘিরে গঠিত এ জোটের মধ্য দিয়ে। বাইডেন ও কমলাকে জয়ী করার পথ বেয়েই মূলত অভিবাসী সমাজের ভবিষ্যত সংহত হবে।”

‘দক্ষিণ এশিয়ান্স ফর বাইডেন’ এর সিনিয়র অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!