সিঙ্গাপুরে প্রবাসীদের সঙ্গীত প্রতিযোগিতা ‘গানের পাখি’

সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে সঙ্গীত প্রতিযোগিতা ‘গানের পাখি’।

সাইফ তমাল, সিঙ্গাপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2020, 06:35 AM
Updated : 25 August 2020, 06:35 AM

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রবাসীদের মনোবল চাঙ্গা করতে এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজক ওমর ফারুকী শিপন, মো. শরীফ উদ্দিন ও রিপন চৌধুরী।

তারা জানান, আসছে রোববার স্থানীয় সময় রাতে ‘সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশি’ নামে ফেইসবুক পেইজ থেকে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে আছেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ।

প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে ১২১ জন প্রবাসী শিল্পী গান জমা দিয়ে অংশ নেন৷ বাছাইপর্বে ছিলেন ৪ বিচারক। তারা হলেন- আলী আলমাস, আনোয়ার হোসেন, আসাদুজ্জামান নূর রাহাদ ও স্বপন খান।

বিচারকরা জানান, ইতোমধ্যে ‘সেরা ১০ কণ্ঠশিল্পী’ তালিকা করা হয়েছে। শিল্পীরা হলেন- মো. মামুন, মো. সাদ্দাম হোসেন, রেজাউল ইসলাম, বানিজ খান, পবিত্র সূত্রধর, হোসেন মোহাম্মদ রাজীব, মো. মুকুল হোসেন, প্রবীর দত্ত, ফজলুল করিম ও মেহেদী হাসান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!