কুয়েতে প্রবাসীদের আকামা নবায়নের সুযোগ

কুয়েতে চলতি বছরের পহেলা জানুয়ারি যেসব প্রবাসীর রেসিডেন্ট পারমিট বা আকামার মেয়াদ শেষ হয়ে গেছে তারা জরিমানা দিয়ে নবায়ন করতে পারবেন।

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2020, 04:16 AM
Updated : 16 May 2020, 04:16 AM

শুক্রবার দেশটির উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ এ সিদ্ধান্ত জারি করেছেন। এতে বর্তমানে কুয়েতে অবস্থান করা প্রবাসীরাই শুধু নন করোনাভাইরাস পরিস্থিতিতে দেশটিতে আটকে পড়া প্রবাসী কর্মীদেরও আকামা জরিমানা দিয়ে নবায়ন করা যাবে।

স্থানীয় ইংরেজি দৈনিক ‘আরব টাইমস’ জানায়, রেসিডেন্ট পারমিট (আকামা) চলতি বছরের ১ জানুয়ারি শেষ হয়েছে এবং যারা নবায়ন করতে চান তারা জরিমানা দিয়ে তদন্ত কর্তৃপক্ষের রেফারেন্স ছাড়াই আকামা নবায়নের সুযোগ পাবেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!