ফ্রান্সে সাহিত্যের ছোটকাগজ ‘স্রোত’র পাঠোন্মোচন

ফ্রান্স প্রবাসীদের সাহিত্যের ছোটকাগজ 'স্রোত'র  ষষ্ঠ সংখ্যার পাঠোন্মোচন ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2020, 06:08 AM
Updated : 10 Feb 2020, 06:08 AM

শনিবার সন্ধ্যায় প্যারিসের স্টুডিও ব্লু হলে এতে অংশ নেন লেখক, সাংবাদিক, শিল্পী, চলচ্চিত্র নির্মাতা, কবি ও আবৃত্তিকার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানান আয়োজকরা।

প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন আমিরুল আরহাম। এছাড়া আলোচনায় অংশ নেন আবু যোবায়ের, কাজী আব্দুল্লাহ আল মামুন, ফয়সাল আইয়ুব, লোকমান আহমেদ আপন, আরিফ রানা, প্রকাশ রায় ও ফাহাদ রিপন।

স্বাগত বক্তব্য দেন ‘স্রোত’ সম্পাদক কবি বদরুজ্জামান জামান। ‘স্রোত’র উপর প্রবন্ধ উপস্থাপন করেন মুহাম্মদ গোলাম মুর্শেদ।

পাঠোন্মোচন সূচনা  করেন মুনির কাদের, ফরাসি ভাষার স্বঅনুদিত কবিতা পাঠ করেন হাসনাত জাহান, গিয়াস বাবু, রেজাউল হায়দার, মোস্তফা জামান, লিমা খান, অয়ন শাহ্ পরান ও ওয়াহিদুজ্জামান।

পাঠোন্মোচন, আড্ডা,  ও আলোচনা পর্ব শেষে গান শোনান কুমকুম সাঈদা, মৌসুমী চক্রবর্তী ও ইসরাত জাহান ফ্লোরা। তাদেরকে কি-বোর্ডে সহযোগিতা করেন আশিকুজ্জামান, তবলায় অনুভব বড়ুয়া ও গিটারে ভিকি রায়। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুল ইসলাম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!