কানাডায় অর্থ পাচারকারীদের বিরুদ্ধে প্রবাসীদের মানববন্ধন

বাংলাদেশ থেকে টাকা পাচারকারী ও দুর্নীতিবাজদের কানাডায় বসতি গড়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।

শওগাত আলী সাগর কানাডা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2020, 10:06 AM
Updated : 3 Feb 2020, 10:08 AM

রোববার সন্ধ্যায় টরন্টোর বাঙালিপাড়া হিসেবে পরিচিত ডেনফোর্থে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন চালু রাখার ঘোষণা দেন তারা।

মানববন্ধনে শহরের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি-কানাডিয়রা অংশ নেন।

বাংলাদেশের জাতীয় পত্র-পত্রিকায় কানাডায় বসবাসরত বাংলাদেশি লুটেরাদের তথ্য প্রকাশিত হয়েছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য কানাডার আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা।
এসময় তারা দাবি সম্বলিত ব্যানার ও পোস্টার নিয়ে লুটেরাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
তারা বলেন, কানাডা ও বাংলাদেশ সরকারকে যৌথভাবে এসব লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!