ডেলগাদো কলেজ সমাবর্তনে সভাপতি বাংলাদেশি সারওয়ার

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে নিউ অরলিয়েন্স শহরের শিক্ষা প্রতিষ্ঠান ডেলগাদো কমিউনিটি কলেজে ২০১৯ সালের হেমন্তকালীন সমাবর্তন উৎসবে সভাপতিত্ব করেছেন বাংলাদেশি-আমেরিকান ভাইস চ্যান্সেলর এবং প্রভোস্ট মোস্তফা সারওয়ার।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2019, 05:25 AM
Updated : 21 Dec 2019, 05:25 AM

মঙ্গলবার ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্সের লেকফ্রন্ট এলাকায় অনুষ্ঠিত এ উৎসবে অতিথি বক্তা ছিলেন লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড।

বক্তব্য দিচ্ছেন স্টেট গভর্নর জন বেল এডওয়ার্ড

সাতটি ক্যাম্পাসে চৌদ্দশ ফ্যাকাল্টি ও স্টাফ নিয়ে ডেলগাদো কলেজ এ অঙ্গরাজ্যে দ্বিতীয় বৃহত্তম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এক হাজার পাঁচশ ৪২ জন ডিগ্রি অর্জনকারীসহ প্রায় চার হাজার দর্শকের এই বিশাল সমাবর্তনে অংশ নেন।

শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে সারওয়ার নিউ অরলিয়েন্সের রিজিওনাল ট্র্যানজিট অথরিটির কমিশনার হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি ইউনিভার্সিটি অব নিউ অরলিয়েন্সে অ্যাসোসিয়েট প্রভোস্ট ও ভূপদার্থ বিজ্ঞানের অধ্যাপক ছিলেন।

এছাড়া তিনি শিক্ষকতা করেছেন আইভি লিগের অন্তর্ভুক্ত ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ায়, অস্ট্রিয়ার ইউনিভার্সিটি অব ইন্সব্রুক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে। তার জন্ম পটুয়াখালীতে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!