সিউলে প্রবাসীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময়

দক্ষিণ কোরিয়ার সিউলে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ দূতাবাস।

ওমর ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2019, 04:49 AM
Updated : 28 Oct 2019, 04:49 AM

রোববার বিকেলে সিউলে বাংলাদেশ দূতাবাসের হলরুমে এটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

সূচনা বক্তব্য তিনি বলেন, “বাংলাদেশ এখন উন্নয়নের বিস্ময়, নানা সূচকে ইর্মাজিং টাইগারের মতো এগিয়ে চলছে।”

দূতাবাসের বাণিজ্য শাখার কাউন্সেলর মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন সূচক তুলে ধরে বিনিয়োগের খাতগুলোর ব্যাখ্যা দেন। আরও বক্তব্য দেন কাজী শফিকুল হাসান।

কোরিয়ায় অবস্থিত বাংলাদেশি বিভিন্ন সামাজিক সঙ্গঠন থেকে আমন্ত্রিত প্রতিনিধিরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

সমাপনী বক্তব্য রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেন, “কমিউনিটিগুলো এক হলে এবং একতার সঙ্গে কাজ করলে এক প্রাণোচ্ছল বাংলাদেশ দেখবে কোরিয়রা।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!