নিউ ইয়র্কে আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের বর্ধিত সভা

যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের’ (এবিপিসি) বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2019, 05:15 AM
Updated : 27 Oct 2019, 05:15 AM

শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কে অনুষ্ঠিত এ সভা থেকে ‘থ্যাঙ্কসগিভিং ডে’ পালনসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন ক্লাব নেতারা।

ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সভাপতিত্বে কার্যকরী কমিটির এ সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।

তারা জানান, ‘থ্যাঙ্কসগিভিং ডে উদযাপনের কর্মসূচি হবে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে। ক্লাব মেম্বাররা সপরিবারে থাকবেন এ অনুষ্ঠানে। কমিউনিটির বিশিষ্ট বক্তিদেরকেও এতে আমন্ত্রণ জানানো হবে।’

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী থ্যাঙ্কসগিভিং ডের আগেই বার্ষিক সদস্য ফি দিতে হবে। চাঁদা প্রদানকারিরা যারা এখনও পাননি মেম্বার-আইডি পাবেন বিনামূল্যে।

সভায় পেশাগত বন্ধন সুসংহত রাখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একইসঙ্গে প্রেস ক্লাবের বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পাদন করতে পেশাজীবী প্রবাসীদের সম্পৃক্ততা ঘটানোর ব্যাপারেও কথা হয়েছে।

এতে মতামত দেন ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর ই ওয়াজিদ শিবলী, সহ সভাপতি আকবর হায়দার কিরণ, কোষাধ্যক্ষ আবুল কাশেম, সাঙ্গঠনিক সম্পাদক কানু দত্ত, প্রচার সম্পাদক শাহ ফারুক রহমান, নির্বাহী সদস্য তপন চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, নির্বাচন কমিশনের সদস্য মিশুক সেলিম, ক্লাবের সদস্য পপি চৌধুরী ও আমজাদ হোসেন।

বছরব্যাপী নানা কর্মসূচি আয়োজনে করার জন্য স্থায়ী তহবিল গঠন নিয়েও সবাই খোলামেলা মতামত দেন। কমিউনিটির ‘বিশিষ্ট ব্যক্তিদের’ ক্লাবের পৃষ্টপোষক অথবা অনরারি মেম্বার করা নিয়েও মতামত দেন সদস্যরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!