সৌদি আরবে কবি নজরুল জলসা

সৌদি আরবের রিয়াদে ‘নজরুল একাডেমির’ নিয়মিত আয়োজন নজরুল জলসা অনুষ্ঠিত হয়েছে।

শেখ লিয়াকত আহম্মেদ, সৌদি আরব থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2019, 05:04 AM
Updated : 26 Oct 2019, 05:04 AM

বৃহস্পতিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে প্রবাসীরা অংশ নেন।

শাহজাহান চঞ্চল ও আমির ফয়সালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সঙ্গঠনের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, শুভেচ্ছা বক্তব্য দেন আহ্বায়ক মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কার্যালয় প্রধান মো. ফরিদউদ্দিন।

তিনি বলেন, “সৌদি আরবের মতো দেশে দেরিতে হলেও নজরুল একাডেমির মতো একটি সঙ্গঠন যাত্রা করেছে, তাদের এ যাত্রা অব্যাহত থাকবে, আমি তাদের সাফল্য কামনা করছি।”

পরে তিনি তার স্বরচিত কবিতা ‘তোমাকে খুঁজেছি’ আবৃত্তি করে শোনান।

এছাড়া গান শোনান শফিক সিদ্দিকী, শাহানা চৌধুরী পপি, রোদোসী মাঞ্চিমা শুমিষা, রাতোস্বিক জেহান আদ্রিত, মনিরুল হোসেন, মো. শাহিনূর ও তানজিমা লিমা।

কবি নজরুলের ইসলামের ‘বিদ্রাহী’ কবিতাটি ইংরেজিতে আবৃত্তি করেন অনিকা নাওয়ার অলি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!