অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েই সড়কে প্রাণ গেল পিতা-পুত্রের

অভিবাসী মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসার ১০ দিনের মাথায় দুই বাংলাদেশি সড়কে গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছেন।

নিউইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2019, 05:16 AM
Updated : 24 Oct 2019, 06:11 AM

নিহতরা হলেন- মোহাম্মদ মিসবাহ উদ্দিন কাজল (৫০) ও তার ১৩ বছরের ছেলে আব্দুল্লাহ উদ্দিন। তারা লক্ষ্মীপুরের বাসিন্দা।

স্থানীয় সময় গত ২১ অক্টোবর সন্ধ্যায় পৌনে ছয়টার দিকে অ্যারিজোনা অঙ্গরাজ্যে ফিনিক্স সিটি সংলগ্ন স্যান্ডলার এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছেন।

ডিটেকটিভ শেথ টাইলার বলেন, এই ঘটনায় জড়িত সন্দেহে ঘাতক চালক মিশেল হেগারম্যানকে (৫৪) বুধবার সকালে গাড়িসহ গ্রেপ্তার করা হয়েছে।

ঘাতক গাড়ির চাল মিশেল হেগারম্যান। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, ওই দিন সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার জন্য ছেলেকে নিয়ে ইস্টভেলি ইসলামিক সেন্টার মসজিদের দিকে হেঁটে যাচ্ছিলেন কাজল।ইরি স্ট্রিট পার হওয়ার সময় কালো রংয়ের ডজ ডুরঙ্গ গাড়িটি তাদের চাপা দিয়ে কেটে পড়ে। ঘটনাস্থলেই কাজলের মৃত্যু হয়। মারাত্মক আহত আব্দুল্লাহ পরদিন হাসপাতালে মারা যায়।

নিহত কাজলের বড় ভাই ডা. ইকবাল উদ্দিন জুয়েল জানান, ১৪ বছর আগে তার করা পারিবারিক ভিসার আবেদন মঞ্জুর হলে দুর্ঘটনার ১০ দিন আগে স্ত্রী, কলেজ পড়ুয়া একমাত্র মেয়ে ও ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন কাজল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!